উদ্দেশ্য ও কার্যাবলী

সিএএফও, নৌ-পরিবহন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরসমূহের অর্থ পরিশোধকালে কার্যকর পূর্ব নিরীক্ষা সম্পাদন করে থাকে। এছাড়াও ডিজিটালাইজেশনের মাধ্যমে গুনগতমানসম্পন্ন হিসাব প্রণয়নে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে সহযোগিতা প্রদান করে থাকে।

এ কার্যালয়ের কার্যাবলী  ও সেবাসমূহ নিম্নরুপঃ

  1. গেজেটেড কর্মকর্তাদের অনলাইন ব্যবস্থাপনায় বেতন বিল গ্রহণ এবং ইএফটি এর মাধ্যমে পরিশোধ করা।
  2. কর্মচারীদের বেতন বিল, অন্যান্য আনুষঙ্গিক বিল, ভবিষ্য তহবিল হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী ইস্যুকরণ। যথাসময়ে অফিস ভিত্তিক মাসিক হিসাব ও উপযোজন হিসাব প্রণয়ন করা।
  3. নির্ধারিত সমকয়ে পেনশন পরিশোধ করা।
  4. কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারণ ছুটির হিসাব প্রণয়ন, ভবিষ্য তহবিল হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী ইস্যুকরণ। যথাসময়ে অফিস ভিত্তিক মাসিক হিসাব ও উপুযোজন হি৮সাব প্রনয়ন করা।
  5. মাসিক হিসাবের সংগতি সাধন করণ।
  6. বাৎসরিক উপযোজন হিসাব প্রণয়ন পূর্বক প্রিন্সিপাল একাউন্টিং অফিসারে স্বাক্ষর গ্রহণ পূর্ব ভেটিং এর জন্য সিভিল অডিটে প্রেরণ করা।
  7. নৌ- পরিবহন মন্ত্রণালয় এর প্রিন্সিপাল একাউন্টিং অফিসারকে আর্থিক পরামর্শ প্রদান করা।